Posts

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুছবে না কোন দিন হৃদয়ে লেখা নাম ভালবাসি আমি যারে এ এ এ পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে সাগরের সাথে মিশে রয় হৃদয়ের কান্না কেউতো দেখে না হৃদয়ের মাঝে জমে রয় যাতনে গড়া মন হারিয়েছে কখন গুপ্তচোরা বালুচরে। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে আকাশে জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচেনা ঝড় এসে করেছে নষ্ট ভেঙ্গেছে এ মন আঘাতে বিরহের সজ্জা পরে আছি আমি নিস্ব হলাম চিরতরে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুছবে না কোন দিন হৃদয়ে লেখা নাম ভালবাসি আমি যারে এ এ এ পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ৷

অটোমান সাম্রাজ্য

সারা পৃথিবীতে যে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল ক্ষমতা,প্রতিপত্তি, ধন-সম্পদ, জ্ঞান-বুদ্ধিতে ভরপুর এক সাম্রাজ্য। বর্তমান তুরস্কের ইস্তাম্বুলসহ অন্যান্য শহরের মসজিদগুলি ও অটোমান সুলতানদের ব্যবহার করা তোপকাপি প্রাসাদসহ অন্য প্রাসাদগুলো দেখলে বোঝা যায় তাদের সাম্রাজ্য যেমন ছিল ধারে-ভারে অনেক এগিয়ে তেমনি তাদের শাসকগণে জীবনযাপন ও রুচিশীলতা ছিল সেই সময়কালে অন্যান্য সাম্রাজ্যের শাসকদের থেকে বেশী এগিয়ে। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সারা পৃথিবীর তিন টি মহাদেশ শাসন করা এই রাজবংশ টিকে ছিল ৬২৪ বছর। মুসলিম এই রাজবংশের শাসনতলে ছিল বর্তমান বিশ্বের ইউরোপের ক্ষমতাধর ফ্রান্স,হাঙ্গেরি,বুলগেরিয়া সহ প্রায় সকল দেশ ই। এছাড়া সুদীর্ঘ ৬২৪ বছর ব্যাপী অটোমান সুলতানগণ শাসন করেছেন এশিয়া ও আফ্রিকার দেশসমূহ সহ বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশ। অটোমান সাম্রাজ্যের পতাকা; অটোমান সাম্রাজ্য বলতে বর্তমান তুরস্কের সাম্রাজ্য কে বুঝায়। তবে অটোমান সাম্রাজ্যের মত এত বিস্তৃত অঞ্চল জুড়ে শাসন সেই সময়ে অন্য কোন সাম্রাজ্যের ছিল না,যে কারণে অটোমান সুলতান প্রথম সুলেমান কে বলা হত পৃথিবীর বাদশাহ। শৌর্য...

পেন্সিলের ইতিহাস_১

ছোটবেলায় আমাদের হাতেখড়ি শুরু হয় পেন্সিল দিয়ে।এই পেন্সিল কী ভাবে এল?চলুন জেনে নেওয়া যাক। যতদূর জানা যায়, পেন্সিলের প্রথম ব্যবহার করে রোমানরা। ওদের পেন্সিল এখনকার পেন্সিলের মতো ছিল না মোটেই। এখন আমরা রং করতে যেরকম তুলি ব্যবহার করি, সেরকম এক ধরনের পেন্সিল ওরা ব্যবহার করত প্যাপিরাসে লেখালেখি করতে।প্যাপিরাস হলো প্রাচীনকালে ব্যবহৃত এক ধরণের কাগজ। ঠিক কাগজও নয় ওটা। প্যাপিরাস নামের এক ধরণের গাছের বাকল শুকিয়ে তাতে ওরা লেখালেখি করতো। একেই বলা হয় “প্যাপিরাস।’ আর এই পেন্সিল শব্দটা এসেছে ল্যাটিন “পেনিসিলিয়াস” শব্দ থেকে। পেনিসিলিয়াস মানেই হচ্ছে “ছোট্ট লেজ”। প্রশ্ন আসতে পারে,তাহলে এখন আমরা যেই পেন্সিল ব্যবহার করছি তা কীভাবে এল?এই ইতিহাসটা অনেকটা গল্পের মত।এই গল্পের শুরুটাও অনেক দিন আগের। ১৫৬৫ সালের কিছু আগে, অনেকে আরো পিছিয়ে বলে প্রায় ১৫০০ সালের দিকে, ইংল্যান্ডের ‘বোরোডেল’ নামের এক জায়গায় গ্রাফাইটের একটা বিশাল খনি পাওয়া যায়।আর সেই গ্রাফাইটগুলোও ছিল যাকে বলে একদম খাঁটি গ্রাফাইট।গ্রাফাইটের সাথে আবার পেন্সিলের কী সম্পর্ক?আছে,পেন্সিল তো গ্রাফাইট দিয়েই তৈরি হয়। পেন্সিলের শিসটাই হল গ্র...

Refrigeration-1_CS_1

Image
Add caption Add caption